জাপানের কারখানা-রাস্তায় এখন শ্রমিকের এতটাই অভাব যে, পুরো শিল্পখাত বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখা দিয়েছে। এই সংকট কাটাতে জাপান এবার সরাসরি বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে – আর প্রাধান্য দিচ্ছে আমাদের দেশকেই!

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, ফুনাই সোকেন লজিস্টিকস নামের একটা বড় কোম্পানি শুধু ট্রাকচালকই নয়, বিদেশি শ্রমিক নিয়োগে জোর দিচ্ছে। আর এ বছরই বাংলাদেশে তারা তিনটা নিয়োগ ক্যাম্পেইন করবে। এমনকি বাংলাদেশেই জাপানি রাস্তার চিহ্নের মতো একটা ফেক ড্রাইভিং কোর্ট বানাচ্ছে – যাতে কর্মীরা দেশে থেকেই জাপান স্টাইলে গাড়ি চালানো শিখে নিতে পারেন। প্রথম লটে তারা ৯০ জনকে নিতে চান।

বাংলাদেশে স্থানীয় পার্টনারদের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন, প্রাথমিক বাছাই – সব করবে তারা। তারপর জাপান থেকে লোক এসে ইন্টারভিউ নেবে। ভিসা পাওয়ার পরও সাহায্য থামবে না – এয়ারপোর্টে রিসিভ, বাসস্থান, কাগজপত্র, জাপানি ভাষা শেখানো, জীবনযাপনের ক্লাস, এমনকি বিভিন্ন ভাষায় কাজের গাইডবুক – সবই দেবে কোম্পানি!

ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নেপালেও যাবে এই প্রোগ্রাম, কিন্তু বাংলাদেশকেই সবার আগে চাইছে। বছরে প্রায় ২০০ জন চালক নেওয়ার প্ল্যান।

২০২৪ সালের নতুন আইনে চালকদের ওভারটাইম কমিয়ে দেওয়ায় জাপানে ড্রাইভার সংকট চরমে। গবেষণা বলছে, ২০৩০ নাগাদ চাহিদার চেয়ে ৩৪% কম ট্রাকচালক থাকবে!

এদিকে বাংলাদেশ সরকারও দারুণ সুখবর দিয়েছে। গত ১০ এপ্রিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জাপানের একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছে – একদম ফ্রি জাপানি ভাষা আর টেকনিক্যাল ট্রেনিং! কেয়ারগিভার, ওয়েল্ডিং, গাড়ি রং, প্লাস্টিক মোল্ডিং, মেকানিক – এসব কাজে ট্রেনিং নিয়ে জিরো খরচে জাপানে যাওয়া যাবে। ফিরে এসে দেশের কারখানাতেও এই দক্ষতা কাজে লাগবে।

২০১৭ সাল থেকেই বিএমইটি বিভিন্ন জেলায় জাপানি ভাষা শেখাচ্ছে। এখন সুযোগটা আরও বড় আর সহজ হয়ে গেল!

 

news