সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে ঝড় তুলেছে একটি ভিডিও—যেখানে দেখা যায়, পাকিস্তানের জাতীয় সংসদের ভেতরে হঠাৎ একটি গাধা ঢুকে পড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে টেবিল-চেয়ার ভেঙে ছিটকে পড়ছে, আইনপ্রণেতারা চমকে উঠে দাঁড়াচ্ছেন—এমন বিশৃঙ্খল দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

টেবিলের ওপর থাকা ফাইলপত্র মেঝেজুড়ে ছড়িয়ে পড়ে, কেউ সিট থেকে লাফিয়ে বেরিয়ে যাচ্ছেন, কেউ আবার হাসতে হাসতে সামলাতে পারছেন না নিজেকে। ভিডিওটি প্রকাশ হওয়ার পরই অনেকেই দাবি করতে থাকেন—ঘটনাটি নাকি পাকিস্তানের পার্লামেন্ট হাউসের ভেতরেই ঘটেছে।

এক্স প্ল্যাটফর্মে ‘রাশিয়ানিউজ’ নামে একটি অ্যাকাউন্ট ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই লাখো ভিউ ছুঁয়ে ফেলে। কয়েক ঘণ্টার মধ্যেই এটি নেটিজেনদের আলোচনার শীর্ষে উঠে আসে।

তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য—ভিডিওটি মোটেই বাস্তব নয়। পাকিস্তানের সংসদ কর্তৃপক্ষ এমন কোনো ঘটনার সত্যতা অস্বীকার করেছে। ভিডিওটি খুঁটিয়ে দেখলেও বোঝা যায়, এটি সম্পূর্ণই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

সত্যতা যাচাই না করেই অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন, মন্তব্য করেছেন। পরে এটি এআই-জেনারেটেড বলে নিশ্চিত হলে অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

একজন নেটিজেন লিখেছেন, “এখন এআই এত উন্নত যে সত্য-মিথ্যা আলাদা করা সত্যিই কঠিন হয়ে গেছে। এসব ভুয়া ভিডিও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।”

ঘটনাটি আবারও মনে করিয়ে দিচ্ছে—এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট কতটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা কত বড় ঝুঁকি তৈরি করতে পারে।

 

news