মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় বাংলাদেশি নাগরিকসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। রাত আটটা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সেলায়াং বাজার ও তানি মার্কেটে এক বৃহৎ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এই অভিযানে মোট ১,১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। যাদের কাছে বৈধ নথি বা দলিলপত্র নেই, তাদেরকেই মূলত আটক করা হয়েছে। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। তবে, তাদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি, সে সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযান
এই বিশেষ অভিযানের নেতৃত্ব দিয়েছেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরের খুব কাছাকাছি হওয়ায় এই এলাকায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক অবৈধভাবে বসবাস করছিলেন, এমনকি অনেকে রাস্তার পাশে অনুমতি ছাড়াই ছোটখাটো ব্যবসা পরিচালনা করছিলেন। জননিরাপত্তার স্বার্থেই ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করে এই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
আটকদের বয়স ও অভিযোগ
আটককৃতদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। সকলের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ওভারস্টে (অনুমতি থাকা অবস্থা শেষ হওয়ার পরেও থাকা), বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ইমিগ্রেশন, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের মিলিত ৩৫৮ সদস্যের একটি বাহিনী এই অভিযানে অংশ নেয়। এছাড়াও, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দুজন মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ
সমস্ত আটক অভিবাসীকে আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি স্পষ্ট জানিয়ে দেন যে, যেসব মালয়েশীয় নাগরিক বা প্রতিষ্ঠান এই অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন যে, ভবিষ্যতেও জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।
