গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে শনিবার ভয়াবহ এক দুর্ঘটনা। ইউরোপের স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে একটা নৌকা ডুবে গেল – আর সেই নৌকায় থাকা ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেল! গ্রিসের কোস্টগার্ড এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।

নৌকাটি ডুবে যাওয়ার খবর প্রথম পায় তুরস্কের একটা কার্গো জাহাজ। তারা তৎক্ষণাৎ গ্রিসের কোস্টগার্ডকে জানায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নৌকায় মোট ২০ জন ছিলেন। মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা গেছে, বাকি ১৮ জনই নিখোঁজ – আর তাদের আর ফিরে পাওয়ার আশা খুবই কম। ধরে নেওয়া হচ্ছে, তারা সবাই সমুদ্রের গর্ভে চিরকালের জন্য হারিয়ে গেছেন।

যে দুইজন বেঁচে ফিরেছেন, তাদের নিকটবর্তী ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক আর মরক্কোর উপকূল থেকে ছোট ছোট নৌকায় চড়ে হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে গ্রিস আর ইতালিতে পাড়ি জমাচ্ছেন। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশী আছেন।

যারা গ্রিসে আসতে চান, তারা সাধারণত লিবিয়া থেকে রওনা দেন। লক্ষ্য থাকে ক্রিট, গাভদোস বা ক্রিসি – এই তিন দ্বীপের কোনো একটায় পৌঁছানো। কারণ এগুলো লিবিয়ার উপকূল থেকে সবচেয়ে কাছে। কিন্তু খারাপ আবহাওয়া, নৌকার যান্ত্রিক গোলমাল আর দালালদের প্রতারণায় প্রতিদিনই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। স্বপ্ন দেখতে দেখতে অনেকের জীবনই শেষ হয়ে যাচ্ছে ভূমধ্যসাগরের নোনা পানিতে।

 

news