ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—ওয়াশিংটনের চাপ বা হুমকি তাদের পথ থামাতে পারবে না। তাঁর দাবি, ভেনেজুয়েলার জনগণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং মার্কিন আগ্রাসনের ভয় করছে না।
আল মায়াদিনের খবরে বলা হয়েছে, মোনাগাস রাজ্যে বলিভারিয়ান সম্প্রদায়ের নেতাদের একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাবেলো। সেখানে তিনি বলেন, বলিভারিয়ান বিপ্লব এখন “নিরস্ত্র সংগ্রাম”-এর মধ্য দিয়ে এগোচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা, চাপ আর হুমকিকে অগ্রাহ্য করেই জনগণ প্রতিদিন লড়াই করছে।
তিনি আরও অভিযোগ করেন, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী মোতায়েন ও আমেরিকান যুদ্ধবিমানের তীব্র উড্ডয়ন—সবই জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর কৌশল। তবে তাঁর স্পষ্ট বক্তব্য,
“তারা আমাদের চেনে না… আমরা কোনও কিছুতেই ভীত নই।”
ক্যাবেলোর ভাষায়, ভেনেজুয়েলায় চলমান প্রতিটি পদক্ষেপই “জনগণের প্রকৃত বিজয়”।
এই পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও দৃঢ় বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ তাদের ভূমি ও মর্যাদা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত। মাদুরো আরও জানান, ক্যারাকাসের হাতে ২ লাখেরও বেশি পেশাদার সামরিক বাহিনী রয়েছে, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত রয়েছে।
