লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বাইরে শনিবার হিন্দুত্ববাদীদের নেতৃত্বে একটা বিক্ষোভের আয়োজন করা হয়েছিল, কিন্তু খালিস্তানপন্থীরা এসে সেটাতে বাধা দিয়ে বসে। বিক্ষোভ চলাকালীন খালিস্তানি গ্রুপ ভারতবিরোধী স্লোগান দিতে থাকে আর খালিস্তানি পতাকা দেখাতে শুরু করে।

বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার খবরকে সামনে রেখে এই বিক্ষোভটা হচ্ছিল। ঠিক তখনই খালিস্তান রেফারেন্ডামের প্রচার সমন্বয়ক পরমজিত সিং পাম্মা একজন ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর সঙ্গে কিছুক্ষণের জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের অফিসাররা তড়িঘড়ি এসে হস্তক্ষেপ করেন, দুই পক্ষকে আলাদা করে দেন এবং মিশন ভবনের কাছ থেকে সবাইকে ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর পাওয়া গেছে।

ইউকে ইনসাইট গ্রুপের মনু খাজুরিয়া বলেন, ‘সামঞ্জস্য আর সংখ্যালঘু অধিকারের পক্ষে কথা বলা গলাগুলোকে চুপ করিয়ে দিতে খালিস্তানি চরমপন্থীদের এই চেষ্টা দেখে সত্যিই অবাক লাগছে।’

 

news