লেবাননের দক্ষিণাঞ্চলে রাতের আঁধারে চালানো এক হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছেন—এমনটাই দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার (৭ জানুয়ারি) রাশিয়া টুডের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে যুক্ত দুই সদস্যকে ‘টার্গেট কিলিং’ অভিযানে হত্যা করা হয়েছে। তাদের দাবি, নিহতদের একজন ছিলেন একজন প্রকৌশলী, যিনি হিজবুল্লাহর সামরিক স্থাপনা পুনর্গঠনের কাজের নেতৃত্ব দিচ্ছিলেন।

ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় এই হামলা চালানো হয়। ওই অভিযানে হিজবুল্লাহর দুই সদস্য নিহত হন বলে জানানো হয়েছে।

তবে লেবাননের ভূখণ্ডে একের পর এক হামলা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উপেক্ষা করেই ইসরাইল দাবি করেছে, নিহত এই দুই হিজবুল্লাহ সদস্যের কার্যক্রম তেল আবিব ও বৈরুতের মধ্যে স্বাক্ষরিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল।

উল্লেখ্য, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকেই ইসরাইলি সেনাবাহিনী শত শতবার সেই চুক্তি ভেঙে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা ও স্থল অভিযান চালিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও ইসরাইলের দখলেই রয়েছে, যা নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

news