সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে তৃতীয় দিনের তীব্র সংঘর্ষ চলছে। শহরের শেখ মাকসুদ, আশরাফিয়াহ ও বানি জায়েদ এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে কারফিউ জারি করা হয়েছে।
সরকারি বাহিনী জানিয়েছে, এসডিএফ অবস্থান লক্ষ্য করে ‘নির্দিষ্ট সামরিক অভিযান’ চালানো হবে। বেসামরিক নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্ক করা হয়েছে। অন্যদিকে এসডিএফ বলেছেন, মানবিক ফলাফলের দায় সরকারকে নিতে হবে এবং বর্তমান কৌশল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষ শুরুর আগেই বহু মানুষ এলাকা ছাড়ার চেষ্টা করছে। অনেক পরিবার মানবিক করিডোর ব্যবহার করে হেঁটে বা বাসে শহর ছাড়ছে। সামাজিক বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বাসিন্দারা আতঙ্ক প্রকাশ করে বলছেন, “১৪ বছরের যুদ্ধ—এটা কি যথেষ্ট নয়?” অনেকেই জানেন না, কোথায় আশ্রয় নেব।
মঙ্গলবার সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। মার্চ মাসে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার যে চুক্তি হয়েছিল, তা কার্যকর হয়নি। এ কারণে দুই পক্ষের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছে।
শহরের স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে, এবং আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত। এসডিএফ সরকারী মোতায়েনকে ‘বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত’ হিসেবে উল্লেখ করেছে এবং বড় ধরনের যুদ্ধে প্রবেশের আশঙ্কা প্রকাশ করেছে।
