ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করে তিনি এই তথ্য দিয়েছেন। তবে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
ট্রাম্প ইসরায়েলের চ্যানেল ১৩ টেলিভিশনের একটি ভিডিও রিপোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, "১০ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছে। শহর এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে, সরকারি বাহিনী পালিয়ে গেছে।"
তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনও স্বাধীন ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। মাশহাদ শহরের নিরাপত্তা বাহিনী সত্যিই সরে গেছে কিনা, নাকি বিক্ষোভকারীরা পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, তা এখনো অস্পষ্ট। এই খবরটি প্রথমে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত হয়।
উল্লেখ্য, মাশহাদ শহরে প্রায় ৪০ লাখ মানুষ বসবাস করেন এবং এটি আফগানিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। এ শহরেই শিয়া মুসলমানদের পবিত্র স্থান ইমাম রেজার মাজার অবস্থিত। এই কারণে শহরটির অবস্থান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের কোনও দখলের খবর বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। কিন্তু ট্রাম্পের এই দাবির সত্যতা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।
