জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি হামলা: নিহত ২ ফিলিস্তিনি যুবক

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের কয়েকটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় দু’জন ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন।

ফিলিস্তিন তথ্য কেন্দ্র এ খবর জানিয়ে বলেছে, আজ (বৃহস্পতিবার) সকালে ইসরাইলি সেনারা আল-বিরেহ এলাকার উম্মুশ শারায়েত শরণার্থী শিবিরে ইসরাইলি সেনারা হামলা চালায়। এ সময় ফিলিস্তিনি যুবকদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের সংঘর্ষ হয়।

দখলদার সেনারা একইসঙ্গে নাবলুস শহরের কাছে বালাতা শরণার্থী শিবিরেও একই ধরনের অভিযান চালাতে গিয়ে সংঘর্ষ বাধিয়ে দেয়।এসব সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। তাদের মধ্যে ইয়াসিন আফানা ও সামের খালেদ নামের দুই ফিলিস্তিনি যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আজকের সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা জাসের আবু হামাদা নামের একজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। তিনি এর আগেও একবার ইসরাইলি কারাগারে বন্দি ছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে পাশবিক হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার সেনারা। এসব হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।খবার পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news