অন্য রাজ্য দিয়ে গরু আসছে, দোষ হচ্ছে বাংলার

তা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, উত্তর প্রদেশ থেকে গরু আসবে আমার রাজ্যের উপর দিয়ে আর গরু পাচারে বাংলার দোষ হবে! সীমান্ত দেখছে বিএসএফ। তাদের অধীনে রয়েছে সীমান্ত।  তিনি বুধবার রাজ্য সচিবালয় নাবান্ন সভাঘরে গরু পাচার সংক্রান্ত ইস্যুতে ওই মন্তব্য করেন। পারসটুডে

মমতা বলেন, উত্তর প্রদেশ থেকে গরু আসছে, রাজস্থান থেকে আসছে, মধ্য প্রদেশ থেকে আসছে, আমাদের সীমান্ত দিয়ে ছেড়ে দিচ্ছে, যাচ্ছে বিএসএফের কাছ দিয়ে, আর দোষ হচ্ছে আমাদের। এতো মহা মুশকিল!’ 

 মমতা বলেন, ২০১৪ সালে মোদি  সরকার ক্ষমতায় আসার পর পেট্রল-ডিজেলে ১৭ লাখ ৩১ হাজার ২৪২ কোটি টাকা কর নিয়েছে। এটা গণতন্ত্রে এক ধরনের তোলাবাজি। 

news