কাবুলে মসজিদে বিস্ফোরণ: নিহত কমপক্ষে ৬৬

তাৎক্ষণিকভাবে কেউ এই বোমা হামলার দায় স্বীকার করেনি। শক্তিশালী ওই বিস্ফোরণের ঘটনায় আহত অন্তত ৭৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর পশ্চিমে খলিফা সাহেব মসজিদে শুক্রবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেসমুল্লা হাবিব। ওই সময় মুসল্লিরা সুন্নি ওই মসজিদে জুমার নামাজ শেষে জিকিরে অংশ নিতে সমবেত হয়েছিলেন। 

মসজিদের ইমাম সৈয়দ ফজিল আগা বলেন, ওই জমায়েতে কোনও আত্মঘাতী বোমা হামলাকারী ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে আমরা মনে করছি।

মোহাম্মদ সাবির নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, একের পর এক আহতকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছি। বিস্ফোরণটির শব্দ ছিল ভয়াবহ। 

কাবুলের শহরতলির ইমার্জেন্সি হসপিটাল জানিয়েছে, আহত ২১ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আর দুইজন হাসপাতালে পৌঁছানোর সময়ই মারা গেছেন। হাসপাতালের একজন নার্স জানান, চিকিৎসাধীন আহত কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। প্রায় ২০জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ নেয়া হয়েছে। চিকিৎসার জন্য ভর্তি রয়েছে ৭৮জন।

তালেবানের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেয়া হবে।

news