আজ ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯, ২৫ মে ২০২২ সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্য-সংগীতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি গেয়েছেন মানবতার জয়গান। নজরুলের লেখনী থেকেই আমরা ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং বাঙালির মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক-এর নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ও লাল সালাম জানানো হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পাভেল ইসলাম, কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড শিউলি শিকদার, কমরেড আবদুল আহাদ মিনার, কমরেড হুমায়ুন মুজিব, কমরেড সজীব প্রমুখ।

news