মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, দেশের মানুষের জন্য আমার সুস্পষ্ট পরিকল্পনা আছে। দেশ গড়তে হলে সবাইকে শান্ত থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। সবাইকে নিয়েই আমরা একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে চাই।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেওয়া প্রথম ভাষণে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় স্থাপিত অভ্যর্থনা মঞ্চে উঠে দেশের মাটিতে দাঁড়িয়ে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। বেলা ৩টা ৫১ মিনিটে মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। করতালির মধ্য দিয়ে নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানান।
প্রায় ১৬ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, “প্রথমেই আমি রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহর অশেষ রহমতে আবার মাতৃভূমিতে ফিরে এসেছি।”
জাতির উদ্দেশে বক্তব্য শেষ করে তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।
