পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই বড়: গৌতম গম্ভীর

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আর শ্রীলঙ্কাকে ৪১ রানে পরাজিত করেছে তারা। এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলছেন, পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ই বড়।

গম্ভীর বলেন, পাকিস্তানের তুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ই বড়। কারণ, স্বাগতিকদের মাত্র ২১৪ রানের লক্ষ্য দিয়ে জিতেছে টিম ইন্ডিয়া। যেখানে কন্ডিশন খুব আর্দ্র ছিল।

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় চ্যানেল স্টার স্পোর্টসকে তিনি বলেন, মাঠে বল ভিজে যাচ্ছিল। স্পিন ভীষণ কাজ করছিল। কিছু বল পড়া যাচ্ছিল না। সেখানেও ২১৩ রান করেছে ভারত। ব্যাটিং ইনিংসে ভারতীয় ব্যাটাররা শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত ভালোই করেছে। শেষদিকে গিয়ে খেই হারিয়েছে। এটা হতেই পারে।

সাবেক বাঁহাতি ক্রিকেটার বলেন, স্পিন সহায়ক পিচেও টিম ইন্ডিয়ার পেসাররা দারুণ করেছে। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ দুর্দান্ত করেছে। শুরুতেই লঙ্কান উইকেট তুলে নিয়ে মোমেন্টাম এনে দিয়েছে তারা। এই ধরনের পিচে নতুন বলে প্রতিপক্ষের ব্যাটার আউট করা খুবই দরকার। যেটা করে দেখিয়েছে ওরা।

তিনি বলেন, পরে বাকি কাজটুকু সেরেছে কুলদীপ যাদব। সে জাদুকরের মতোই ঘূর্ণি দেখিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সব বিভাগেই ভালো করেছে ভারত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে যা গুরুত্বপূর্ণ। এই পারফরম্যান্স বিশ্বমঞ্চে মেন ইন ব্লুদের আত্মবিশ্বাস জোগাবে। তাই পাকিস্তানের চেয়েও এই জয় বড়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news