নারী ফুটবল লিগের চার ক্লাবকে কাউন্সিলরশিপ দিচ্ছে বাফুফে

নারী ফুটবলের ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার দাবি জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার। চলতি বছর অক্টোবরেই শেষ হবে বাফুফের বর্তমান কমিটি।এরপরই হবে নির্বাচন।আর এই নির্বাচনকে সামনে রেখে চার ক্লাব পাচ্ছে কাউন্সিলরশিপ।

শুক্রবার (৩ মে) বাফুফের নির্বাহী কমিটির সভায় কাউন্সিলরশিপ দিতে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন বাফুফের বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত অনুমোদন পেলে পরের নির্বাচনেই ভোটাধিকার পাবে ক্লাবগুলো।

লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চার দলকে কাউন্সিলরশিপ দেওয়া হবে বলে সভা শেষে জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক, কাউন্সিলরশিপ বাড়ানোর ব্যাপারে অনেক সভা করে ঠিক করেছি যে আমরা কমাবো না। ফিফাকে এ ব্যাপারে অবহিত করেছি।লিগের ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের উৎসাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news