রোববার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যার আয়োজক বাংলাদেশ। দশ বছর পর দ্বিতীয়বারের মতো লাল-সবুজের মাটিতে হচ্ছে নারী বিশ্বকাপ। এর আগে ২০১৪ সালে প্রথমবার আয়োজন করেছিল বাংলাদেশ।

বৈশ্বিক এই আয়োজন শুরুর আগে আগামীকাল রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপের সূচি জানাবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। শনিবার (৪ মে) এক সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসি এই ফিক্সচার ঘোষণার অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া উপস্থিত থাকবেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। অনুষ্ঠান শুরু দুপুর ১২টায়।

১০ দলের অংশগ্রহণে ২৩ ম্যাচের আয়োজনে হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের বিশ্বকাপের দুই গ্রুপে খেলা ভাগ হয়ে সিলেট ও ঢাকায় হবে। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও রাখা হবে ম্যাচ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news