এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ ছিল টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১০ নম্বরে, আর আফগানিস্তান ছিল ৯-এ। তবে মঙ্গলবারের জয়ের পর বদলে গেছে অবস্থান। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২২, যা আফগানিস্তানের সমান। কিন্তু পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ উঠে গেছে ৯ নম্বরে, আর আফগানিস্তান নেমে গেছে ১০-এ।
দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টে পার্থক্য বিশাল। বাংলাদেশের সংগ্রহ ১২,২২৩ পয়েন্ট, আর আফগানিস্তানের ৮,২১৩।
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা
এবারের এশিয়া কাপে জয় দিয়ে সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে যায় লিটন দাসের দলের জন্য। তবে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ফলে এখনো আশা জিইয়ে রেখেছে টাইগাররা।
এখন বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। যদি শ্রীলঙ্কা জেতে, তবে বাংলাদেশ সহজেই জায়গা করে নেবে সুপার ফোরে।


