পার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। যে দল জিতবে, তার ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

গতকাল ভারতের বিপক্ষে ৪১ রানে হারের ম্যাচে বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন আনে। চোটে ছিলেন অধিনায়ক লিটন দাস, বিশ্রাম পেয়েছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এছাড়া দলে ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার তাসকিন আহমেদ।

ভারতের বিপক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম সুবিধা করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে তার রানও ভালো হয়নি। তবুও বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রাখতে পারে বাংলাদেশ। ফর্মে থাকা সাইফ হাসানকে ওপেনিংয়ে দেখা যাবে তার সঙ্গে।

লিটন ফিট হলে তিন নম্বরের সমস্যা সমাধান হতে পারে। এ অবস্থায় ১৮ বলে ২১ রান করা পারভেজ হোসেন ইমন একাদশের বাইরে যেতে পারেন। লিটন না খেললে বিকল্প ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

মিডল অর্ডারের দুরবস্থা কাটাতে জাকের আলীর পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহান সুযোগ পেতে পারেন। শামীম হোসেনের জায়গাতেও পরিবর্তনের সম্ভাবনা আছে।

বোলিং আক্রমণে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মুস্তাফিজের সঙ্গে নতুন বলে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। স্পিনার হিসেবে রিশাদ হোসেন বা নাসুম আহমেদকে দলে রাখা যেতে পারে। স্পিন বিভাগে থাকবেন শেখ মেহেদী, যিনি ব্যাটিংয়েও টাইগারদের কাজে লাগবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

news