সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবফুটবলাররা। দুই গোলের মালিক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান।
ম্যাচের শুরুতেই বাংলাদেশের উচ্ছ্বাস দেখা গেছে। খেলার তৃতীয় মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলের প্রথম লিড এনে দেন। গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের ভুলে। সামার রাজ্জাকের ভুলের সুযোগ নিয়ে অপু রহমান নাজমুলকে পাস দিয়েছেন, যা শেষ পর্যন্ত জালে গিয়েছে।
পরবর্তী মিনিটে বাংলাদেশের জয়ের দ্বিতীয় গোল আসে অপু রহমানের পায়ের জাদুতে। একক নৈপুণ্যে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে আরও একটি গোলের সুযোগ ছিল, তবে তা নাজমুলের গোল অফসাইড হওয়ায় বাতিল হয়। একই কারণে আব্দুল্লাহর গোলও বাতিল হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ২-০ ব্যবধানে ফাইনালে ওঠে। ম্যাচে উভয় দলই বেশ কিছু আক্রমণ তৈরি করেছিল। ফরোয়ার্ডদের শট বা গোলরক্ষকের সেভের কারণে গোলের সুযোগ সম্পূর্ণ হয়নি।
আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দল বাংলাদেশের বিপক্ষ হবে।
ক্রিকেটের মতো ফুটবলের ফাইনালও উত্তেজনাপূর্ণ হবে। এশিয়া কাপে বাংলাদেশের শেষ চারের ম্যাচের বিজয়ী আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে।


