বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য রবিবার (২৮ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৬০ জন কাউন্সিল মনোনয়ন নিতে আগ্রহ দেখিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৫১ জন।

আজ (সোমবার) মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ৩টি মনোনয়নকে অবৈধ ঘোষণা করেছে। এর ফলে মোট ৪৮টি মনোনয়ন বৈধ হিসেবে গণ্য হয়েছে।

ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন অবৈধ ঘোষণা করার পর আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের পথ সুগম হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

বাকি দুটি বাতিল হওয়া মনোনয়নের মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং অন্যটি রাজশাহী বিভাগের একটি ক্রীড়া সংস্থা।

যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তি জানাতে পারবেন। আবেদন করলে নির্বাচন কমিশন শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে জেলা ও বিভাগীয় সংস্থার ক্যাটাগরি ১-এ মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ২৮টি, জমা পড়েছে ১৮টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রামে ৪টি, খুলনায় ২টি, রাজশাহীতে ৪টি, রংপুরে ৩টি, সিলেটে ১টি এবং বরিশালে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।

 

news