ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর! আগামী বছর জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপ, যা টানা পঞ্চমবারের মতো দেশটির মাটিতে আয়োজন করা হবে।
সোমবার ২৯ সেপ্টেম্বর রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১১ জানুয়ারির মধ্যে হবে টুর্নামেন্টটি।
গতবারের মতো এবারের আসরও অনুষ্ঠিত হবে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি-তে।
টুর্নামেন্টের সেমিফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাবের*, আর অপর সেমিফাইনালে **রিয়াল মাদ্রিদ খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে।
যদি বার্সা ও রিয়াল উভয়ই সেমিফাইনাল জয়ী হয়, তবে এই সিজনের তৃতীয় ‘এল ক্লাসিকো’ খেলা দেখা যাবে, যা ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চের মুহূর্ত উপহার দেবে।


