কিলিয়ান এমবাপ্পে আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় আধুনিক ফুটবলের ‘গেম চেঞ্জার’। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কায়রাত আলমাটিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে কাজাখস্তানে ৫-০ গোলের দাপুটে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

চ্যাম্পিয়নস লিগে এটি ফরাসি সুপারস্টারের চতুর্থ হ্যাটট্রিক। আর তার সৌজন্যেই মাদ্রিদের ডার্বিতে আটলেটিকোর কাছে ৫-২ গোলে হারার হতাশা ভুলে গেল রিয়াল। ১৩ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে মাঠে নেমেও ইউরোপের আসরে দলকে ফেরালেন গৌরবের পথে।

কোচ জাবি আলোনসো এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভরসা রেখেছিলেন এমবাপ্পেকে। আর সেই আস্থা রাখলেন সার্থক। এক নিখুঁত পেনাল্টি আর দুইটি চোখধাঁধানো গোল করে পূর্ণ করলেন হ্যাটট্রিক।

ম্যাচের শুরুতেই অধিনায়ক ভিনিসিউস জুনিয়রের শট গোলপোস্ট মিস করে। আর্দা গুলারের শটও পোস্টে লেগে বাইরে যায়। তবে ২৫ মিনিটে গোলরক্ষক শেরখান কালমুরজার ভুলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে এমবাপ্পে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে রিয়াল। ৫২ মিনিটে কুর্তোয়ার লম্বা কিক থেকে দারুণ চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। কিছুক্ষণ পর সহজ এক সুযোগ হাতছাড়া করলেও ৭৩ মিনিটে রদ্রিগো ও গুলারের সমন্বয়ে আসা বল প্রথম ছোঁয়ায় জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এটাই ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে এমবাপ্পের ১৫তম গোল। শেষদিকে ৮৩ মিনিটে বদলি নামা কামাভিঙ্গার হেড এবং যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের শটে আরও দুই গোল পেয়ে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে রিয়াল।

ইউরোপের মঞ্চে আবারও দুর্দান্ত ফুটবল খেলল লস ব্লাঙ্কোসরা। আর এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন নিঃসন্দেহে এমবাপ্পে, যিনি প্রমাণ করলেন—রিয়ালের ভরসার নাম এখন তিনি-ই।

 

news