এমিরেটস স্টেডিয়ামে একপেশে ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১২তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে আর্সেনালকে লিড দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় গানাররা, কিন্তু জয় নিশ্চিত হয় যোগ করা সময়ে। বদলি হিসেবে নামা বুকায়ো সাকা গোল করে দলকে জয়ে নিশ্চিত করেন। এই জয়সহ চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আর্তেতার দল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা।

এদিকে রাতের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি হোঁচট খেয়েছে এএস মোনাকোর কাছে। স্টেড লুইতে ম্যাচের ১৫তম মিনিটে হালান্ডের গোল দিয়ে এগিয়ে যায় সিটি। তবে ১৮তম মিনিটে জর্ডান তেজ মোনাকোকে সমতায় ফেরান।

প্রথমার্ধের শেষের আগে আবারও লিড পায় সিটি। ৪৩তম মিনিটে ও’রেলির ক্রস থেকে হেডে গোল করেন হালান্ড। এটি চ্যাম্পিয়নস লিগে হালান্ডের ৫২তম গোল, যা ৫০ ম্যাচে করেছেন তিনি।

দ্বিতীয়ার্ধে তেমন কোনো উত্তেজনা দেখা যায়নি। তবে ৮৭তম মিনিটে মোনাকো ডিফেন্ডারের লাথিতে পেনাল্টি পায় এবং এরিক ডায়ার তা গোল করে ম্যাচ ২-২ ড্র করেন।

আরেক ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। দুই ম্যাচে দুইটিতেই ড্র করায় লেভারকুসেন টেবিলের ২৫তম স্থানে রয়েছে।

 

news