আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় হারের পর আবারও জয়ের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের জয়ের নায়ক দুই তারকা—ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন ভিনি, আর এক গোল এসেছে এমবাপ্পের পা থেকে।

এর আগে আতলেতিকোর কাছে ৫-২ গোলে হার রিয়ালের অপরাজেয় ধারায় ছেদ ফেলেছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে কাইরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। সেই ধারাবাহিকতাই চলল ভিয়ারিয়ালের বিপক্ষে।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে লস ব্লাঙ্কোস। বল দখলে তারা ছিল ৭০ শতাংশ সময়, নিয়েছে ২৬টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। যদিও প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় খেলা।

২২তম মিনিটে এমবাপ্পের পাস থেকে মাস্তানতুয়োনোর শট প্রতিহত করেন ভিয়ারিয়ালের গোলরক্ষক রেনাতো ভেইগা। ৪১ মিনিটে বিপরীত প্রান্তে চমৎকার সেভে রিয়ালকে রক্ষা করেন থিবো কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোলের দেখা পায় রিয়াল। ৪৭ মিনিটে এমবাপ্পের দারুণ ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোল করেন ভিনিসিউস জুনিয়র।

৬৯ মিনিটে রাফা ম্যারিনের ফাউলে পেনাল্টি পায় রিয়াল, আর সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি।

৭৩ মিনিটে ভিয়ারিয়ালের পক্ষে দুর্দান্ত শটে ব্যবধান কমান মিকাউতাদজে। কিন্তু তার পরই দলের বিপর্যয়—দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সান্তিয়াগো মরেনোকে, ফলে ১০ জনে নামে ভিয়ারিয়াল।

৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে ম্যাচের স্কোর ৩-১ করেন কিলিয়ান এমবাপ্পে। এটি তার লা লিগায় নবম গোল। তবে গোল করার কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফরাসি তারকাকে।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আবারও লা লিগা টেবিলের শীর্ষে উঠেছে তারা। বার্সেলোনা ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

 

news