সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির রোববারের ম্যাচে চট্টগ্রাম বিভাগ সিলেটকে ৯৯ রানে হারিয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে এটি যে কোনো দলের জন্য সর্ববৃহৎ ব্যবধানে জয়। আগের ম্যাচে ঢাকা মেট্রো বরিশালকে ৯৬ রানে হারিয়েছিল।

চট্টগ্রাম ব্যাটিংয়ে আগে নেমে ৬ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে। দলের জয় তোলার মূল নায়ক হন মাহমুদুল হাসান জয়, যিনি ৬৩ বলে ১১০ রানের তাণ্ডব চালান। তার অসাধারণ ইনিংসে ১৫টি ছক্কা মারেন, যা এনসিএল টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

টস হেরে ব্যাট করতে নেমে জয় মুমিনুল হকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেন। মুমিনুল ১৯ বলে ৩২ রান করে আউট হন। এরপর শাহাদাত হোসেন দীপু ও সাদিকুর রহমান টিকে থাকতে পারেননি।

দশম ওভারে ইরফান শুক্কুরের সঙ্গে জয় নতুন জুটি গড়ে তাণ্ডব শুরু করেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে ৫৭ বলে ১২২ রান যোগ হয়। জয় ৪০ বলে ফিফটি করে, এরপর মাত্র ১৯ বলে পরের পঞ্চাশ করেন। শেষের ২৩ বলে তিনি ২ চারের সঙ্গে ৭টি ছক্কা মারেন।

চট্টগ্রামের শেষ ওভারে আউট হন শুক্কুর। তিনি ৪ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪১ রান করেন। দলের মোট ১৫টি ছক্কা ইনিংসে মেরেছে, যা চলতি মৌসুমের ইনিংস সর্বোচ্চ।

সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তোফায়েল আহমেদ, তবে ৩ ওভারে ৩৭ রান খরচ করেন। রান তাড়ায় সিলেট পুরোপুরি ব্যর্থ হয়। ওপেনার অমিত হাসান ২৫ বলে ৪০ রান করার পাশাপাশি বাকিরা তেমন অবদান রাখতে পারেননি।

৯ নম্বরে নেমে আবু জায়েদ চৌধুরি রাহি ৩ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৭ রান করে দলের পরাজয় কমানোর চেষ্টা করেন।

বল হাতে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রুবেল, মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন। এটি তার স্বীকৃত ক্রিকেটে যাত্রার প্রথম ম্যাচ। পাঁচ ইনিংসে ৯ উইকেট নিয়ে তিনি এখন সবার ওপরে। এছাড়া ২টি করে উইকেট নেন হাসান মুরাদ ও আহমেদ শরীফ।

 

news