মহিলাদের একদিনের বিশ্বকাপে অঘটন ঘটাতে পারল না বাংলাদেশ। চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুয়াহাটিতে হারানোর চেষ্টায় বাঘিনিরা যথেষ্ট প্রতিরোধ দেখালেও জয় টের পেলো না। হেথার নাইটের ঠান্ডা মাথার ৭৯ রানের ইনিংসের কারণে ইংল্যান্ড শেষ পর্যন্ত জেতে।

বাংলাদেশের ব্যাটিং:
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। ওপেনার শারমিন আখতার ৫২ বলে ৩০ রান করেন, ৬টি চার মারেন। চার নম্বরে নামা শোভনা মোস্তারি ১০৮ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, ৮টি চার হাঁকান। ন’নম্বরে নামা রাবেয়া খান ২৭ বলে ৪৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন, ৬টি চার ও ১টি ছক্কা মারেন। বাকি ব্যাটারদের রান ছিল খুবই সীমিত।

ইংল্যান্ডের সোফি একলেস্টোন ২৪ রানে ৩ উইকেট নেন। ২৮ রানে চার্লি ডিন ২ উইকেট, ৩১ রানে অ্যালিস ক্যাপসি ২ উইকেট এবং ৩৩ রানে লিনসে স্মিথ ২ উইকেট নেন। লরেন বেল ২৮ রান খরচ করে ১ উইকেট নেন।

ইংল্যান্ডের জয়ের গল্প:
জয়ের জন্য ১৭৯ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডও সমস্যায় পড়ে। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে তারা। তবে অভিজ্ঞ হেথার নাইট ২২ গজের এক প্রান্ত আগলে রেখে লড়াই চালান।

নিয়মিত উইকেট হারানোয় ইংল্যান্ডও থেমে যায়। ওপেনার ট্যামি বিউমন্ট (১৩) ও অ্যামি জোন্স (১) মারুফা আখতারের বলে আউট হন। তৃতীয় উইকেটে নাইট অধিনায়ক ব্রান্টের সঙ্গে জুটি বাঁধেন, ব্রান্ট ৪১ বলে ৩২ রান করেন। পরে সোফিয়া ডাঙ্কলে (০) ও এমা ল্যাম্ব (১) আউট হন।

নাইট শেষ পর্যন্ত ৭৯ রানে অপরাজিত থাকেন, ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান। ডিন অপরাজিত থাকেন ৫৬ বলে ২৭ রান করে। বাংলাদেশের ফাহিমা ১৬ রানে ৩ উইকেট নেন, ২৮ রানে ২ উইকেট মারুফা আখতার, ২৪ রানে ১ উইকেট সঞ্জিদা আখতার।

পুর্বের ম্যাচ ও পয়েন্ট টেবিল:
এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ একটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি খেলেছে, সবকটিতেই হেরেছে। মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম জয়ের সুযোগ হাতছাড়া হলো।

বর্তমানে ভারত ও ইংল্যান্ড দু’টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্টে রয়েছে। নেট রান রেটে এগিয়ে ইংল্যান্ডের ১.৭৫৭, হরমনপ্রীতদের ১.৫১৫। পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

news