চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে, তবে এবার লক্ষ্য একটাই—হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।
ম্যাচের শুরুতেই টসের সৌভাগ্য পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে হারে, আর দ্বিতীয় ম্যাচে হেরেছে ১৪ রানে। ফলে তৃতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য গৌরব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।
চট্টগ্রামের দর্শকের প্রত্যাশা—ব্যাট হাতে জ্বলে উঠবেন তানজিদ, লিটন, আর অলরাউন্ডারদের পারফরম্যান্সে বদলে যাবে ভাগ্য। আর লিটনের একটাই লক্ষ্য, অন্তত শেষ ম্যাচে দর্শকদের হাসি উপহার দেওয়া।
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            