অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন মাত্র ১৭ বছর বয়সে নেট অনুশীলনের সময় বলের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে মেলবোর্নের ক্রিকেট মহল স্তব্ধ হয়ে পড়ে।
ফার্নট্রি ক্রিকেট ক্লাবের নেটে 'সাইডআর্ম' থেকে ছোড়া একটি বল অস্টিনের ঘাড়ে আঘাত করেছিল। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে, অস্টিন হেলমেট পরে থাকলেও তাতে ‘স্টেম গার্ড’ বা নেক গার্ড ছিল না—যা পেশাদার পর্যায়ে বাধ্যতামূলক হলেও ক্লাব ক্রিকেটে সাধারণত কেবল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
কালো আর্মব্যান্ডে দুই দলের নীরব শ্রদ্ধা
অস্টিনের এই অকাল মৃত্যুতে পুরো ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। এই তরুণ ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে  ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
                                                                           
                                                                    
                                    
এছাড়াও, দুই দলের ক্রিকেটার এবং কর্মকর্তারা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন, যা ক্রিকেট মাঠে একজন তরুণ প্রতিভার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনার প্রতীক।
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            