নারী বিশ্বকাপ ফাইনালে ঘটে গেল এক মজার মুহূর্ত! রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিতা আম্বানির ফোনে চোখ বুলাতে দেখা গেল ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে। আর মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর, রবিবার, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতে ভারতীয় নারী দল। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অসংখ্য ক্রিকেট তারকা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ, যার মধ্যে ছিলেন রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ, আর আম্বানি পরিবারের সদস্যরাও।

নিতা আম্বানির ফোনে ‘গোপন নজর’ রোহিতের!
খেলার মাঝেই ক্যামেরায় ধরা পড়ে এক হালকা মজার দৃশ্য। দেখা যায়, নিতা আম্বানি যখন ফোনে ব্যস্ত, তখন পাশে বসা রোহিত শর্মা কৌতূহলভরে তাঁর স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। কয়েক সেকেন্ডের এই দৃশ্যই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

একজন মজার ছলে লেখেন, “আমি থাকলে আমিও তাকাতাম!” আরেকজন টুইট করেন, “নিতা মেম এখন কিছু টাইপ করতে পারছেন না, রোহিত পাশে বসে আছে!” এমনকি কেউ কেউ মজা করে বলেন, “ম্যাডাম শপিং লিস্টে কী কী ‘অ্যাড টু কার্ট’ করছেন, সেটা দেখছিলেন রোহিত!”

শাফালি ভার্মা ম্যাচসেরা, ভারতের ঐতিহাসিক জয়
ফাইনালে ভারত আগে ব্যাট করে তোলে ২৯৮ রান। শাফালি ভার্মা ৭৮ বলে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেন, সঙ্গে ছিলেন দীপ্তি শর্মা (৫৮ অপরাজিত), স্মৃতি মান্ধানা (৪৫) ও ঋচা ঘোষ (২৪ বলে ৩৪)। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন তিনটি উইকেট।

জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে গুটিয়ে যায়। অধিনায়ক লরা ওলভার্ট সেঞ্চুরি করলেও দলের অন্যরা ব্যর্থ হন। দীপ্তি শর্মা পাঁচটি ও শাফালি ভার্মা দুটি উইকেট নিয়ে জয়ের পথ তৈরি করেন। ফলে ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।

রোহিত শর্মা এবার কবে মাঠে ফিরছেন?
ভারতের পুরুষ দলকে একাধিক আইসিসি ট্রফি জেতানো রোহিত শর্মা সর্বশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজে ভারত ২-১ ব্যবধানে হেরে গেলেও, রোহিত তিন ইনিংসে ২০২ রান করে হন সিরিজসেরা। তাঁর গড় ছিল ১০১, আর স্ট্রাইক রেট ৮৫।

বর্তমানে ৩৮ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছেন। ২৭৬ ম্যাচে তাঁর মোট রান ১১,৩৭০; গড় ৪৯.২২, সঙ্গে রয়েছে ৩৩টি সেঞ্চুরি ও ৫৯টি হাফসেঞ্চুরি।

তিনি আবার মাঠে ফিরবেন নভেম্বরের শেষ দিকে, যখন ভারত নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে। সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর, রাঁচিতে।

 

news