ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ইতিহাস গড়লেন – প্রথমবার আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি তুলে নিলেন ভারতের অধিনায়ক হিসেবে। মিডল অর্ডার ব্যাটার বিশ্বকাপের পর একটা ছবি পোস্ট করেছেন – বিছানায় শুয়ে ট্রফি পাশে রেখে, গায়ে একটা নস্টালজিক টি-শার্ট।
রোববার (২ নভেম্বর) নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারায় ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে ২৯৮ রান তোলে হরমনপ্রীতের দল। বোলাররা দুর্দান্ত বোলিং করে লরা ওলভার্টের লড়াই সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে।

ক্রিকেট সবার খেলা – হরমনপ্রীতের ইনস্টা পোস্ট

সোমবার (৩ নভেম্বর) বিশ্বকাপ জয় উদযাপন করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন হরমনপ্রীত। ট্রফির পাশে ঘুমন্ত অবস্থায়, টি-শার্টে লেখা: “Cricket is 
ক্যাপশনে লিখেছেন, “কিছু স্বপ্ন এক বিলিয়ন মানুষের। সেজন্যই ক্রিকেট সবার খেলা।” পোস্টটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ট্রফি নিয়ে বিছানায় ছবি তোলা এখন স্পোর্টসের ট্রেন্ড। রোহিত শর্মা, লিওনেল মেসি আগে করেছেন। জেমাইমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানাও বিশ্বকাপ জয়ের পর একইভাবে ছবি পোস্ট করেছেন।

ফাইনালে ব্যাটে ২০ রান, তবু ট্রফি হাতে হরমনপ্রীত

ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি অধিনায়ক – ২৯ বলে ২০ রান (দুটি চার)। শেফালি ভার্মা ৭৮ বলে ৮৭, দীপ্তি শর্মা ৫৮ রান (রান-এ-বল)। রিচা ঘোষ ২৪ বলে ৩৪ রানে দলকে ৩০০-এর কাছে নিয়ে যান। শেফালি-স্মৃতির ১০৪ রানের ওপেনিং জুটি ম্যাচের ভিত গড়ে দেয়।

ভারত চতুর্থ দল যারা মহিলা বিশ্বকাপ জিতল

গ্রুপ পর্বে টানা তিন হার দিয়ে শুরু। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে রেকর্ড রান চেজ করে হারিয়ে ফাইনাল।

এর আগে দুবার ফাইনালে উঠেও হার। ২০২০-২৪-এ একাধিক গ্লোবাল টুর্নামেন্টে কাছে গিয়ে ছিটকে। কিন্তু হরমনপ্রীতের দল ইতিহাস লিখল।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত।

 

news