আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আবার অধিনায়ক ছাড়তে চলেছে। আজিঙ্ক্য রাহানে আইপিএল ২০২৬-এর আগে ছাড়া পড়ার মুখে।

কোকেআর তো আগেই শিরোপা জেতা অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে বদনাম কুড়িয়েছে। মিচেল স্টার্ক ও ওপেনার ফিল সল্টের মতো সেরা পারফর্মারদেরও বিদায় দিয়েছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার প্লে-অফে উঠতে পারেনি। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়।

আইপিএল মিনি নিলামের আগে অধিনায়ক ছাড়ছে কোকেআর

২০২৪ মেগা নিলামের আগে শ্রেয়াসকে ছাড়ার পর অভিজ্ঞ আজিঙ্ক্য রাহানেকে কিনে অধিনায়ক করা হয়েছিল আইপিএল ২০২৫-এ। লিগ পর্বে ১২ পয়েন্ট নিয়ে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

রোহিত জুগলানের রিপোর্ট অনুযায়ী, রাহানে দলে ফিট নন বলে ছাড়া পড়ছেন।
পরিবর্তে নতুন অধিনায়ক আনতে চায় কোকেআর। ট্রেড উইন্ডোতে কেএল রাহুলকে টার্গেট করেছে, কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।

ওভারসিজ খেলোয়াড়দের মধ্যে মঈন আলি-স্পেন্সার জনসন ছাড়া পড়ছে

তৃতীয় স্পিনার হিসেবে মঈন আলিকে নিয়েছিল কোকেআর। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সঙ্গে। নারিন ৬০০ টি-টোয়েন্টি উইকেট ও ২০০ আইপিএল উইকেটের কাছে।

মঈনের ব্যাটে কার্যকারিতা কমে যাওয়ায় দলে লাভ নেই। মিচেল স্টার্কের জায়গায় নেওয়া স্পেন্সার জনসনও মার খেয়ে ছাড়া পড়তে পারেন।
রোহিত জুগলান বলছেন, দুজনকেই ছাড়লে পার্স বাড়বে, মিনি নিলামে সুযোগ বাড়বে। রামানদীপ সিংহও ছাড়া পড়ার তালিকায়।

মিনি নিলামে ক্যামেরন গ্রিনকে টার্গেট কোকেআর

মিডল অর্ডারে শেষ দিকে রান করতে পারে এমন ব্যাটার খুঁজছে কোকেআর। ক্যামেরন গ্রিন আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সাফল্য দেখিয়েছে।
মিনি নিলামে গ্রিন বড় সাইনিং। প্রায় সব ফ্র্যাঞ্চাইজি তাকে চাইবে। মিডল অর্ডারের সমস্যা সমাধান করবে, বলেও কার্যকর। ৩ থেকে ৭ নম্বর যেকোনো পজিশনে খেলতে পারেন গ্রিন।

 

news