জয়টা আর্জেন্টিনার ঘরে আসেনি সহজে। একেবারে শেষ লড়াইয়ে গিয়ে রোমাঞ্চকরভাবে ৩-২ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তে। সোমবার (৩রা অক্টোবর) কাতারের আস্পিরে জোনে অনুষ্ঠিত অন্ধ্র-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে গোল করেছেন রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি এবং ফেলিপে এস্কুইভেল। অন্যদিকে, বেলজিয়ামের দুই গোলই আসে আর্থার ডি কিম্পে এবং স্ট্যান নের্তের বুট থেকে।

তবে এই শক্তিপরীক্ষার জয়েও গ্রুপ সি-এর শীর্ষস্থান দখল করতে পারেনি আর্জেন্টিনা। কারণ একই গ্রুপের আরেক ম্যাচে তিউনিসিয়া ফিজিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। গোল ব্যবধানেই শীর্ষে আছে তারা।

ম্যাচটি কীভাবে গড়িয়েছে?

উ-১৭ বিশ্বকাপে এ পর্যন্ত কোনো শিরোপা জিততে না পারা আর্জেন্টিনার শুরুটা ছিল চমৎকার। ম্যাচের ৩৬তম মিনিটেই রামিরো তুলিয়ানের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধের ইঞ্জুরি টাইমের চতুর্থ মিনিটে আর্থার ডি কিম্পের গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে এসে আরও বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ৫৯তম মিনিটে স্ট্যান নের্তের গোলে ২-১তে এগিয়ে যায় বেলজিয়াম।

হতাশার মুহূর্তে ৬৯তম মিনিটে সমতায় ফেরান ফাকুন্দো জাইনিকোস্কি। আর তার মাত্র ২ মিনিট পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফেলিপে এস্কুইভেল। ৭১তম মিনিটে তার জয়সূচক গোলে ৩-২তে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত এই স্কোরই অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয় তারা।

উ-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাস

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এ পর্যন্ত শিরোপা জিততে না পারা আর্জেন্টিনার সেরা সাফল্য হলো তিনবার তৃতীয় স্থান অর্জন। তারা কখনোই এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। তাই এবারই কি ঘুরে দাঁড়াবে তাদের ভাগ্য?

আজকের ম্যাচ

মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ সি-এর আরেক ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। একই গ্রুপের আরেক ম্যাচে রাত পৌনে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ হবে কলম্বিয়া।

উ-১৭ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল নাইজেরিয়া, যারা পাঁচবার শিরোপা জিতেছে। আর আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ সফল দল, যাদের সংগ্রহে আছে চারটি শিরোপা।

 

news