দাপট কাকে বলে, মঙ্গলবার রাতে সেটাই দেখিয়ে দিল ব্রাজিলের তরুণ ফুটবল দল। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তারা প্রতিপক্ষ হন্ডুরাসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে।
বৈশ্বিক এই আসরে ফরওয়ার্ডদের অবিশ্বাস্য পারফরম্যান্সে হন্ডুরাসকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে নেইমারের উত্তরসূরিরা।
কে কয়টি গোল করল?
মঙ্গলবার (৪ নভেম্বর) দোহার অ্যাসপায়ার জোনের বদর বেলাল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেছেন ফরওয়ার্ড ডেল।
এছাড়া একটি করে গোল করেছেন—
ফরওয়ার্ড রুয়ান পাবলো
ফিলিপে মোরাইস
ভিটোর হুগো
অ্যাঞ্জেলো
গ্যাব্রিয়েল মেক
গ্রুপের শীর্ষে ব্রাজিল, পরের ম্যাচ ইন্দোনেশিয়ার সঙ্গে
এই দাপুটে জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে।
তাদের পরবর্তী ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। শুক্রবার (৭ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ভেন্যু অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
হন্ডুরাসকে হারানোর ম্যাচে দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলের ফরওয়ার্ড রুয়ান পাবলো। ম্যাচ শেষে তিনি বলেন, “জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়ায়। আমি ভালো খেলেছি এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য করেছে।”
