ভারতের ফুটবল দল থেকে কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীকে বাদ দেওয়া হয়েছে! আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

এই দলে ৪১ বছর বয়সী ছেত্রীর নাম না থাকাটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নতুন কোচ খালিদ জামিল যুব খেলোয়াড়দের ওপর আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ভারত-বাংলাদেশ ম্যাচের গুরুত্ব

ঢাকায় হওয়া এই ম্যাচটি নিয়ে দুদেশের ভক্তদের মধ্যে উত্তেজনা থাকলেও, বাস্তবতা হলো দুটি দলেরই এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা প্রায় শেষের পথে। গ্রুপ সি-তে ভারত ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নিচে আছে। বাংলাদেশও একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপে শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর, যাদের প্রত্যেকের আছে ৮ পয়েন্ট।

ছেত্রীর বিদায়ের ইঙ্গিত?

গত মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষেই ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফিরেছিলেন। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। কিন্তু কোচ খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর থেকেই ছেত্রীকে দলে নিচ্ছেন না। বিশেষজ্ঞদের ধারণা, এই সিদ্ধান্তের মাধ্যমে ছেত্রীর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিরই ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে বিশেষ কোনো পরিস্থিতিতে তাকে আবার দলে ডাকা হতে পারে।

নতুনদের সুযোগ

ছেত্রীর অনুপস্থিতিতে কোচ জামিল তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা রাখছেন। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের সদস্য মোহাম্মদ সানানকে এই দলে জায়গা দেওয়া হয়েছে। দলটি আগামীকাল থেকে বেঙ্গালুরুতে তাদের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর তারা ঢাকায় পৌঁছাবে।

ভারতের দল:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল
ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম ।

 

news