ভাগ্য ভালো বার্সেলোনার। নিশ্চিত হারের ম্যাচ থেকে ড্র করে ফিরতে পেরেছে। তিন তিনবার গোলে পিছিয়ে পড়া দল এভাবে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট নিয়ে ফেরাটা সত্যিই সৌভাগ্যের। বার্সা শেষ মুহূর্তে গোল খেয়েছিল। ভয়চেক সেজনির ওপর ফাউল না হলে সেই গোল বাতিল হতো না, এক পয়েন্টও পাওয়া যেত না।

ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়। বার্সেলোনার হয়ে ফেরান তোরেস একটা আর লামিন ইয়ামাল একটা গোল করেছেন। আত্মঘাতী গোলে বড় ভূমিকা ইয়ামালের।

ব্রেয়ডেল স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি। দুই মিনিট পরই ফেরান তোরেস ১-১ করেন। ব্রুগ ফের এগিয়ে যায় ১৭ মিনিটে। এবার গোল করেন ম্যাচের জোড়া গোলদাতা কার্লস ফোর্বস। ইয়ামালের গোলে বার্সেলোনা সমতায় ফিরতে এবার লেগে যায় ৩৮ মিনিট।

ফোর্বস ৬৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান। বার্সা এবার সমতায় ফেরে ৭৭ মিনিটে ক্রিস্টোস জলিসের আত্মঘাতী গোলে। যোগ করা সময়ে ভয়চেক সেজনির ভুলে বার্সার জালে বল জড়িয়েছিল। পোলিশ গোলরক্ষক বল কাটাতে গেলে সেটা কেড়ে নিয়ে জালে পাঠায় ব্রুগ। রিভিউ দেখে রেফারি সেজনির ওপর ফাউল ডাকেন।

৪ ম্যাচে এটা বার্সার প্রথম ড্র। ২টা জয়ের বিপরীতে হার একটা। টেবিলে তাদের জায়গা ১১ নম্বরে। ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচগুলোর মধ্যে ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারে।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিউক্যাসলের জয় ২-০ গোলে। লেভারকুসেন বেনফিকার বিপক্ষে তুলে নিয়েছে ১-০ ব্যবধানের জয়, কাইরাতের বিপক্ষে ইন্টার মিলানের জয় ২-১ গোলে ও মার্শেই আটালান্টার কাছে হেরেছে ১-০ গোলে।

 

news