হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে দারুণ এক জয় পেল বাংলাদেশ দল। স্বাগতিক হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর, দ্বিতীয় ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ১৪ রানের  ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছে।

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ ওভারে বাংলাদেশ দল গড়ে ৭৫ রানেরস্কোর। জবাবে ৫.১ ওভারেই ৬ উইকেটে ৬১ রানে  করে শ্রীলঙ্কান দল। আকবর আলীর দ্রুতগতির ব্যাটিং আর মোসাদ্দেক হোসেন সৈকতের বল হাতের জাদুই বাংলাদেশের এই জয় নিশ্চিত করে।

মং ককের মিশন রোড ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হয় বাংলাদেশের ওপেনার হাবিবুর রহমানের ব্যাটিং তাণ্ডব দিয়ে। তিনি শ্রীলঙ্কার ধনঞ্জয়া লক্ষণের এক ওভারেই মারেন ২০ রান! তবে ইনিংসের চতুর্থ বলেই লক্ষণ জিসান আলমকে গোল্ডেন ডাক দিয়ে বাংলাদেশকে এক ঝটকা দেন।

কিন্তু তারপরেই আসে আকবর আলীর জবাব। দুই নম্বরে নেমে মাত্র ৯ বলে অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে আসে ৪টি ছক্কা আর ২টি চারের রেইন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সেই বাংলাদেশ ৬ উইকেটে ৭৫ রানের  টার্গেট দাঁড় করাতে সক্ষম হয়।

৭৬ রানের জয় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ওভার থেকেই তাদের ব্যাটিংলাইন ভেঙে পড়ে। লক্ষণ ১২ বলে ১৮ রান করেন, লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ এবং তানুকা দাবারে ৩ বলেই করেন ১৩ রান। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি।

বাংলাদেশের পক্ষে স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন অসাধারণ। মাত্র ২ ওভার বোলিং করে তিনি ২০ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর এই বোলিং জাদুই শেষ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দোরগোড়ায়।

 

news