ইন্টার মায়ামিতে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ২৯ গোল আর ১৯টি অ্যাসিস্ট করে যেন নিজের পুরনো ছন্দে ফিরেছেন তিনি। ডিসেম্বরের মধ্যে শেষ হবে মায়ামির এই মৌসুম, আর এরপর থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ক্লাবটির কোনো ম্যাচ নেই।
এই ফাঁকে মেসিকে দলে টানতে চায় তুরস্কের জনপ্রিয় ক্লাব গালাতাসারাই। ক্লাবটির সভাপতি দুরসুন ওজবেক নিজেই দিয়েছেন সেই ইঙ্গিত, যা নিয়ে ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় চলছে তীব্র জল্পনা।
তুর্কি সংবাদমাধ্যম ফানাতিক-কে দেওয়া সাক্ষাৎকারে ওজবেক বলেন,
“গালাতাসারাইয়ের সবচেয়ে বড় শক্তি আমাদের ট্রান্সফার নীতি। আমাদের আর্থিক অবস্থা এখন খুবই ভালো। তাই মেসির মতো খেলোয়াড়ের নাম উচ্চারণ করাও বাস্তবসম্মত। আমরা তুর্কি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার সম্পন্ন করেছি। ইউরোপে সফল হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছি, আর সেই লক্ষ্য পূরণে যা দরকার, আমরা করব।”
সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি ফুটবলে আধিপত্য বিস্তার করেছে গালাতাসারাই। টানা তিন মৌসুমে লিগ শিরোপা জিতেছে দলটি, আর একের পর এক বড় নাম দলে টেনে আলোচনা তৈরি করেছে।
প্রথমে লোনে এসে পরে স্থায়ীভাবে দলে যোগ দেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। এরপর নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন-কে প্রায় ৮৫ মিলিয়ন ডলারে দলে নেয় গালাতাসারাই—যা তুর্কি ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার। এছাড়াও দলে আছেন উইলফ্রিড জাহা, ড্রিস মের্টেন্স ও লুকাস তোরেইরার মতো তারকারা।
অন্যদিকে, সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তিনি পরিবারসহ বেশ সুখেই আছেন এবং মায়ামিতে ফুটবল উপভোগ করছেন।
তবুও গালাতাসারাইয়ের আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মেসি সত্যিই তুরস্কে যাচ্ছেন, নাকি মায়ামিতেই ইতিহাস গড়তে থাকবেন।
