লা লিগায় জয়হীন রাতে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করেই পয়েন্ট ভাগাভাগি করতে হলো শাবি আলোনসোর দলকে।
রোববার এস্তাদিও দে বায়েকাসে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় রিয়াল। কিন্তু ভায়োকানোর আর্জেন্টাইন গোলকিপার আগুস্তো বাতাল্লা ছিলেন যেন অপ্রতিরোধ্য দেয়াল। তার দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালকে কমপক্ষে পাঁচটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হতে হয়।
তবুও ড্রয়ের পরও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে পাঁচে। ২৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। তৃতীয় মিনিটেই আর্দা গুলার বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন, কিন্তু বাতাল্লার হাতেই থেমে যায় বল। এরপর ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোলের একদম সামনে থেকে শট নেন, কিন্তু আবারও রুখে দেন বাতাল্লা।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি রিয়াল। ৫৫ মিনিটে জুড বেলিংহাম বাঁ দিক থেকে জোরালো শট নিলেও বাতাল্লা নিচের বাঁ কোণ থেকে অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত বহু চেষ্টা করেও জালের দেখা না পেয়ে হতাশ হয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে আলোনসোর দল বুঝতে পারে—লা লিগার শীর্ষে টিকে থাকতে হলে তাদের আরও ধারালো হতে হবে।
