আইপিএল ২০২৫ শেষে সবাই ভেবেছিল এমএস ধোনি হয়তো এবার অবসর নেবেন। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ আবারও প্রমাণ করলেন, তিনি বাকিদের মতো নন। চুপিচুপি শুরু করে দিয়েছেন নিজের পরের মিশন—আইপিএল ২০২৬! আর সেই প্রস্তুতি এতটাই তীব্র যে, এখন গোটা ক্রিকেট দুনিয়াই তাকিয়ে আছে রাঁচির দিকে।

গত দুই মাস ধরে ধোনি রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একদম নিয়মিত অনুশীলন করছেন। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে স্টেডিয়ামে পৌঁছে শুরু করেন জিম সেশন, যা চলে প্রায় এক ঘণ্টা। তারপর ব্যাট হাতে নেমে পড়েন নেটে—দুই ঘণ্টা ধরে চলছে তার পাওয়ার-হিটিং প্র্যাকটিস।

রাঁচিতে প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে ধোনির অনুশীলন

রানজি ট্রফি ২০২৫-২৬ মৌসুম চলায় সব সময় স্টেডিয়ামের মূল পিচ পাওয়া যায় না। তবে যখনই ফাঁকা থাকে, ধোনি সেই সুযোগ কাজে লাগান ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে অনুশীলনের জন্য।

ব্যাটিং শেষ করে তিনি নামেন সুইমিং পুলে। প্রতিদিন প্রায় ৩০ মিনিট সাঁতার কাটেন, তারপর সন্ধ্যা ৬টার মধ্যে বাসায় ফেরেন।

রাঁচির মানুষ প্রায়ই তাকে দেখতে পান তার বিখ্যাত বাইক বা ভিন্টেজ গাড়িতে চড়ে স্টেডিয়ামে যাওয়ার পথে। কিন্তু এই বিলাসিতা নয়, আসল গল্পটা ধোনির পরিশ্রম—প্রতিদিন চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিটনেস ও ব্যাটিং অনুশীলনে কাটছে তার দিন।

“ধোনি যা সব সময় করেন, তাই করছেন”—জেএসসিএ কর্মকর্তা

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে জেএসসিএ-র এক কর্মকর্তা জানিয়েছেন,

“গত দুই মাস ধরে ধোনির রুটিন একদম নির্দিষ্ট। দুপুর ১টা ৩০-এ মাঠে আসেন, এক ঘণ্টা জিম করেন, তারপর নেটে দুই ঘণ্টা ব্যাটিং করেন। যদি মূল উইকেট ফাঁকা থাকে, তাহলে সেখানেই ম্যাচ সিমুলেশন করেন। শেষে আধাঘণ্টা সাঁতার কেটে সন্ধ্যা ছয়টার মধ্যে চলে যান। এটাই তো ধোনি—জীবনভর কঠোর পরিশ্রমে বিশ্বাসী একজন মানুষ।”

আইপিএল ২০২৬-এ ফিরছেন ধোনি, সিএসকের নতুন পরিকল্পনা

এদিকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন সম্প্রতি জানিয়েছেন, ধোনি এখনই অবসর নিচ্ছেন না। তার ভাষায়,

“না, এই আইপিএলের আগে ধোনি অবসর নিচ্ছেন না। আমরা আশাবাদী, তিনি আগামী মৌসুমেও খেলবেন।”

৪৪ বছর বয়সী ধোনি এখনো আগের মতোই শৃঙ্খলাবদ্ধ ও মনোযোগী। গত মৌসুমে পারফরম্যান্স ভালো না হলেও তিনি এবার আরও শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, আইপিএল ইতিহাসে তিনি সেই বিরল ক্রিকেটারদের একজন, যাদের কখনোই ফ্র্যাঞ্চাইজি থেকে রিলিজ করা হয়নি—সচিন টেন্ডুলকার ও বিরাট কোহলির মতোই তিনি সেই তালিকায়।

তাছাড়া খবর আছে, রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসন ট্রেড হয়ে চেন্নাইয়ে যোগ দিতে পারেন। এতে ধোনির ওপর চাপ কিছুটা কমবে—তিনি হয়তো আংশিকভাবে উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগ করে নিয়ে দলকে আরও নিবিড়ভাবে গাইড করতে পারবেন।

 

news