ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর প্রশংসা করলেন ইয়াশস্বী জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরির, তবে একসঙ্গে জানালেন তার বড় এক দুর্বলতার কথাও।  ভিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরি করলেও, গম্ভীরের মতে জয়সওয়ালের এখনও শেখার অনেক কিছু আছে—বিশেষ করে ৫০ ওভারের ফরম্যাটে টেম্পো কন্ট্রোল।

প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর চাপে ছিলেন জয়সওয়াল। তবে শেষ ম্যাচে শুরুতে ধৈর্য ধরে ব্যাট করে ১২১ বলে অপরাজিত ১১৬ রান করেন তিনি। মারেন ১২ চার ও দুই ছক্কা। ভারতের জয়ের ব্যবধান—৯ উইকেট, হাতে ছিল ১০ ওভারেরও বেশি। সিরিজ ২-১ এ জিতে নেয় ভারত।

 “এটা জয়সওয়ালের ক্যারিয়ারের শুরু”—গম্ভীর

ইনিংসের গতি নিয়ন্ত্রণে জয়সওয়ালকে পরিপক্ক দেখে খুশি গম্ভীর বলেন, ওয়ানডেতে সব সময় আক্রমণ করে খেলতে হয় না। কবে কী টেম্পোতে খেলতে হবে, সেটা শিখতে পারলেই তিনি নতুন উচ্চতায় পৌঁছে যাবেন।

গম্ভীর বলেন—
“টেস্ট ক্রিকেটে সে দারুণ। এটা তার হোয়াইট বল ক্যারিয়ারের একেবারে শুরু। ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওয়ানডেতে সবসময় আক্রমণাত্মক হতে হয় না। ৩০ ওভার-২০ ওভার এভাবে ভাগ করে খেললে কাজটা সহজ হয়। যখন সে বুঝবে কোন ফেজে কোন টেম্পোতে খেলতে হবে—তখন আকাশই তার সীমা।”

 সমালোচকদের পালটা জবাব: “আমি অজুহাত দিই না”—গম্ভীর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর গম্ভীরের কোচিং নিয়ে সমালোচনা হয়। সে প্রসঙ্গেও কড়া জবাব দিলেন তিনি।

গম্ভীর বলেন—
“টেস্টে ফল আমাদের পক্ষে যায়নি বলে অনেক কথা হয়েছে। কেউ লেখেনি যে প্রথম টেস্টে অধিনায়কই ব্যাট করেনি, আর আমরা হারলাম মাত্র ৩০ রানে। আমি প্রেস কনফারেন্সে অজুহাত দিই না বলে সত্যটা তুলে ধরল না কেউ।”

এছাড়া ‘স্প্লিট কোচিং’ নিয়ে এক আইপিএল মালিকের মন্তব্যেও ক্ষোভ প্রকাশ করেন গম্ভীর—

“যারা ক্রিকেট বোঝে না, তারা এসব কথা বলছে। সবার নিজের ডোমেইনে থাকা উচিত।”

 জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরি, ভারতের একতরফা জয়

৪৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে অলআউট হয়। কুইন্টন ডি কক করেন ১০৬। ভারত থেকে কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা নেন চারটি করে উইকেট।

জবাবে ভারত পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে খেলে জয় তুলে নেয় ৩৯.৫ ওভারে—

জয়সওয়াল: ১২১ বলে অপরাজিত ১১৬

রোহিত শর্মা: ৭৫

বিরাট কোহলি: অপরাজিত ৬৫

প্রথম দুই ম্যাচে ৪০ রান করে সমালোচিত জয়সওয়াল এই সেঞ্চুরির মাধ্যমে সুপার রকমের প্রত্যাবর্তন করলেন। তিনি এখন ভারতের ষষ্ঠ ব্যাটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে তার শতক এখন ৯টি।

 

news