অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজের তৃতীয় টেস্টের জন্য নিজেদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে ইংল্যান্ড। অ্যাডিলেডের ঐতিহাসিক অ্যাডিলেড ওভাল-এ বুধবার, ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে সফরকারীরা। দলে একটিমাত্র পরিবর্তন এনেছে ইংল্যান্ড—ফাস্ট বোলার জশ টাং ফিরেছেন, আর বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন।

ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। সেই ম্যাচের পর একাদশে পরিবর্তন ছিল প্রত্যাশিতই। গাস অ্যাটকিনসনকে বাইরে বসানো হয়েছে, আর স্পিন বিভাগেও কোনো চমক নেই—শোয়েব বশির আবারও উপেক্ষিত। ইংল্যান্ড ম্যানেজমেন্ট একমাত্র স্পিনার হিসেবে আগের মতোই ভরসা রেখেছে উইল জ্যাকসের ওপর।

তৃতীয় অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা

অফিশিয়াল ঘোষণায় ইংল্যান্ড জানিয়েছে, ব্রিসবেন টেস্টের একাদশ থেকে মাত্র একটি পরিবর্তন করা হয়েছে। গাস অ্যাটকিনসনের জায়গায় দলে ফিরেছেন জশ টাং।

বিবৃতিতে বলা হয়,
“অ্যাডিলেড ওভালে তৃতীয় অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড মেনস দল ঘোষণা করা হয়েছে। ব্রিসবেনের দ্বিতীয় টেস্ট থেকে একটিমাত্র পরিবর্তন—সিমার জশ টাং ফিরছেন, গাস অ্যাটকিনসনের জায়গায়।”

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জশ টাং

তৃতীয় টেস্ট থেকে বাদ গাস অ্যাটকিনসন

প্রথম দুই টেস্টে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন। পার্থ টেস্টে তিনি উইকেটশূন্য ছিলেন, আর পুরো সিরিজে নিয়েছেন মাত্র ৩ উইকেট। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বেশ খরুচে বোলিং করেন তিনি, যদিও পরে রান তাড়ায় দুইটি উইকেট পেয়েছিলেন।

তার জায়গায় দলে ঢুকেছেন জশ টাং। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ৬টি টেস্টে ৩১ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে তিনি ৫ উইকেট নিয়ে নজর কাড়েন। ভালো গতি, অস্বস্তিকর অ্যাঙ্গেল আর স্টাম্পে বল রাখার দক্ষতার জন্য টাংকে কার্যকর অস্ত্র হিসেবে দেখছে ইংল্যান্ড।

ব্রাইডন কার্সের পারফরম্যান্সও ব্রিসবেনে ছিল মিশ্র। প্রথম ইনিংসে অনেক রান দিলেও শেষ পর্যন্ত ৪ উইকেট তুলে নেন তিনি। সিরিজে টার্নিং পয়েন্ট আনতে বোলিং আক্রমণে আরও বৈচিত্র্য ও প্রভাব খুঁজছে ইংল্যান্ড।

শোয়েব বশির আবারও উপেক্ষিত, ভরসা উইল জ্যাকসেই

আরেকবার নির্বাচনের বাইরে থাকলেন তরুণ স্পিনার শোয়েব বশির। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাকে গুরুত্বপূর্ণ ভাবা হলেও পার্থ ও ব্রিসবেনের দ্রুতগতির পিচ তার সুযোগ কমিয়ে দিয়েছে।

ইংল্যান্ড তাই আবারও খেলাচ্ছে উইল জ্যাকসকে, যিনি মূলত সাদা বলের ক্রিকেটে বেশি পরিচিত। অধিনায়ক বেন স্টোকস আগেই জানিয়েছিলেন, পিচ ও কন্ডিশনের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত।

স্টোকস বলেন,
“শুধু সেরা স্পিনার বাছাইয়ের বিষয় হলে বশির খেলত। তবে পরিস্থিতি বদলালে নির্বাচনও বদলাবে।”

 

news