ভারতের পেস স্পিয়ারহেড জাসপ্রিত বুমরাহ হঠাৎ পরিবারের জরুরি কারণে দল ছেড়ে দেশে ফিরে গেছেন। তৃতীয় টি-টোয়েন্টির আগেই তিনি দলের বাইরে চলে যান। বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরেছেন। খবরে বলা হচ্ছে – বুমরাহর খুব কাছের একজন পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি।

১৫ ডিসেম্বর ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বুমরাহকে পাওয়া যায়নি। টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “দুটো জোর করে পরিবর্তন। অক্ষর প্যাটেল অসুস্থ, আর বুমরাহর বাড়িতে ব্যক্তিগত কারণ আছে।”
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছিলেন এই ডানহাতি পেসার।

চতুর্থ টি-টোয়েন্টিতে কি খেলবেন বুমরাহ?

বিসিসিআই নিশ্চিত করেছে, ব্যক্তিগত কারণে বুমরাহ দেশে ফিরেছেন। বাকি ম্যাচগুলোতে তাঁর খেলার ব্যাপারে পরে আপডেট দেওয়া হবে। ধর্মশালায় ভারত জিতে যাওয়ার একদিন পরেই জানা গেল – বুমরাহর পরিবারে জরুরি অসুস্থতা। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, তাঁর খুব কাছের একজন হাসপাতালে।

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, “সবকিছু ঠিক থাকলে চতুর্থ কিংবা পঞ্চম ম্যাচে (আহমেদাবাদে) ফিরতে পারেন। কিন্তু সবার আগে পরিবারের সদস্যের সুস্থতাই প্রথম চিন্তা।”

বুমরাহ না থাকলেও আরশদীপ-হর্ষিতের জোরে ২-১ এগিয়ে ভারত

বুমরাহ না থাকলেও ধর্মশালায় দারুণ বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছে ভারত। আরশদীপ সিং শুরুতেই ধাক্কা দেন, হর্ষিত রানা দেওয়াল্ড ব্রেভিসকে আউট করে মেজাজ সেট করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করেছেন এইডেন মার্করাম – ৪৬ বলে ৬১ রান, ৬টি চার ও ২টি ছক্কা। কিন্তু বাকিরা পাত্তাই পাননি। আরশদীপ, হর্ষিত, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব – প্রত্যেকে ২টি করে উইকেট। হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে একটি করে।

সহজ চেজে ২-১ এগিয়ে গেল ভারত

রান তাড়ায় অভিষেক শর্মা ঝড় তুলে দেন। মাত্র ১৮ বলে ৩৫ রান – ৩টি চার, ৩টি ছক্কা! শুভমন গিল স্টেডি থাকেন, সূর্যও কিছু রান যোগ করেন। মাঝে একটু ব্রেক লাগালেও টার্গেট কখনোই দূরে যায়নি।
শেষটা স্টাইলে করলেন শিবম দুবে – টানা দুই বলে ছক্কা-চার মেরে ম্যাচ শেষ! বুধবার লখনউয়ে চতুর্থ টি-টোয়েন্টি। তবে বুমরাহ ফিরবেন কি না, এখনো অনিশ্চিত। সবকিছু নির্ভর করছে তাঁর পরিবারের সদস্যের সুস্থতার ওপর।

 

news