ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাসকার এবার একদম অন্যরকম কিছু করলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে সমালোচনা করে তাঁকে দায়ী করেছেন প্রতিশ্রুতি না রাখার জন্য, আর আয়োজকদের পক্ষ নিয়ে বলেছেন এটা তাঁরই ভুল।
লিওনেল মেসি GOAT ট্যুরে ভারতে এসেছিলেন। ১৩ ডিসেম্বর আগমনের দিনই কলকাতা থেকে ট্যুর শুরু করার কথা, তারপর সেদিনই হায়দরাবাদ। পরের দুদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যাওয়ার প্ল্যান।
প্ল্যান মতো ট্যুরটা দারুণ সাফল্য পেয়েছে, মেসি সব জায়গায় গিয়ে ফ্যানদের অসাধারণ ভালোবাসা পেয়েছেন। কিন্তু কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার এই তারকার ট্যুরের শুরুটা একদম খারাপ নোটে হয়েছে।
কলকাতায় লিওনেল মেসির GOAT ইন্ডিয়া ট্যুরের শুরু হতাশায়
কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের হৃদয় বা 'ফুটবলের মক্কা'। এই দশকের সবচেয়ে অপেক্ষিত ইভেন্ট ছিল মেসির আগমন 'জয়ের শহরে', ৫০ হাজারের বেশি ফুটবলপ্রেমী জড়ো হয়েছিলেন ফুটবলের আইকনকে একনজর দেখার জন্য।
ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে (সল্ট লেক স্টেডিয়াম) দুই ঘণ্টার ইভেন্টের কথা ছিল। কিন্তু ইভেন্টে রাজনীতিবিদ আর সেলিব্রিটিরা মেসির চারপাশে ভিড় করে ফেলায় টিকিট কেটে আসা হাজার হাজার ফ্যান তাঁকে দেখতেই পেলেন না।
জনতা রেগে গিয়ে স্টেডিয়ামে পানির বোতল ছুড়তে শুরু করল। তারপর মেসিকে হঠাৎ বের করে নেওয়া হল, যা ভিড়কে আরও উত্তেজিত করল এবং তারা ঢুকে পড়ে পুরো স্টেডিয়াম ভাঙচুর করল।
“সবাইকে দোষ দেওয়া হল, কিন্তু যে প্রতিশ্রুতি রাখেনি তাকে ছাড়া” - সুনীল গাভাসকার
কলকাতার এই অপ্রত্যাশিত ঘটনার পর সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার আয়োজকদের খারাপ ম্যানেজমেন্টের দোষ না দিয়ে মেসিকেই দায়ী করেছেন।
স্পোর্টস্টারে লিখতে গিয়ে সাবেক ভারতীয় ব্যাটসম্যান বলেছেন, মেসি যদি নির্দিষ্ট সময় থাকার কথা বলে থাকেন তাহলে আগেভাগে চলে যাওয়া উচিত হয়নি, ফ্যানদের হতাশ করা ঠিক নয়। এটা তাঁর আর তাঁর সঙ্গীদের দায়িত্ব।
“সবাইকে দোষ দেওয়া হল, কিন্তু যে প্রতিশ্রুতি রাখেনি তাকে ছাড়া,” লিখেছেন সুনীল গাভাসকার।
“চুক্তিটা কী ছিল তা পাবলিক নয়, কিন্তু যদি এক ঘণ্টা থাকার কথা থাকে আর তার অনেক আগেই চলে যান, তাহলে আসল দোষী তিনি আর তাঁর সঙ্গীরা,” যোগ করেছেন তিনি।
“তাঁর বা তাঁর সঙ্গীদের কোনো নিরাপত্তার হুমকি ছিল না” - সুনীল গাভাসকার
সুনীল গাভাসকার নিরাপত্তার কোনো সমস্যার কথাও মানতে রাজি নন, মেসির কোনো হুমকি ছিল না, বিশেষ করে যে জনতা হাজার হাজার টাকা খরচ করে তাঁকে দেখতে এসেছে। তিনি বলেছেন, মেসি স্টেডিয়ামে একটা চক্কর দিতে পারতেন বা পেনাল্টি শট নিতে পারতেন।
“হ্যাঁ, রাজনীতিবিদ আর তথাকথিত ভিআইপিদের ভিড়ে ঘেরা ছিলেন, কিন্তু তাঁর বা তাঁর সঙ্গীদের কোনো নিরাপত্তার হুমকি ছিল না,” লিখেছেন তিনি।
“তাঁকে কি শুধু স্টেডিয়ামে হাঁটতে হতো, নাকি পেনাল্টি কিকের মতো কিছু করতে হতো? যদি পরেরটা হয়, তাহলে চারপাশের লোকজন সরে যেত আর ভিড় তাদের হিরোকে দেখতে পেত যা দেখতে এসেছিল।”
সুনীল গাভাসকারের মতে, আয়োজকদের দোষ দেওয়া ঠিক নয় কারণ অন্য তিন শহরে মেসির ট্যুর ঠিকঠাক চলেছে কারণ আর্জেন্টাইনের প্রতিশ্রুতি রাখা হয়েছে।
“অন্যান্য উপস্থিতি ঠিকঠাক চলেছে কারণ প্রতিশ্রুতি রাখা হয়েছে,” যোগ করেছেন গাভাসকার।
“তাই কলকাতার সহ ভারতীয়দের দোষ দেওয়ার আগে দেখা উচিত দুপক্ষের প্রতিশ্রুতি আদৌ রাখা হয়েছে কি না,” শেষ করেছেন তিনি।
