টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের ১৪ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। তার শৈশবের কোচ মানিশ ওঝা মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার জন্য এখনই পুরোপুরি প্রস্তুত এই কিশোর। এমনকি বিসিসিআইকে তিনি অনুরোধ করেছেন, ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনায় বৈভবকে গুরুত্ব দিয়ে ভাবতে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবারও নজর কাড়েন বৈভব। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি খেলেন ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসে ছিল ৯টি চার ও রেকর্ড ১৪টি ছক্কা, যা যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ। ভারতের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৪৩৩ রান, পরে ম্যাচ জেতে ২৩৪ রানে।
ভারতের দলে সুযোগ পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বৈভব – মানিশ ওঝা
বৈভব সূর্যবংশীর প্রস্তুতি নিয়ে একদমই সন্দিহান নন তার কোচ মানিশ ওঝা। তিনি বলেন, আইপিএল ২০২৫–এ আন্তর্জাতিক ও ঘরোয়া মানের বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে নিজের সামর্থ্য প্রমাণ করেছে বৈভব।
“আমি মনে করি, ও এখনই ভারতের দলে সুযোগ পাওয়ার জন্য পুরোপুরি তৈরি,” মাই খেল-কে বলেন ওঝা। “আইপিএলে ও যেভাবে আন্তর্জাতিক, ঘরোয়া এমনকি ভারতীয় দলের বোলারদের বিপক্ষে ভয়ডরহীন ব্যাটিং করেছে, সেটা দেখলেই বোঝা যায় ও কতটা প্রস্তুত।”
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন বৈভব। তিনি হন আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করার পাশাপাশি ইউএইয়ের বিপক্ষে দু’বার এবং বিহারের হয়ে একবার সেঞ্চুরি করেন তিনি।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতেই পারে বৈভব – ওঝার দাবি
মানিশ ওঝার বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় বৈভবকে রাখার মতো যথেষ্ট কিছু ইতোমধ্যেই করে ফেলেছে এই তরুণ। বয়সভিত্তিক ক্রিকেটে বিভিন্ন দেশ, কন্ডিশন ও টুর্নামেন্টে তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো।
“অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ইংল্যান্ড সফর হোক, অস্ট্রেলিয়া কিংবা এশিয়া কাপ—সব জায়গায়, সব পিচে ও দাপট দেখিয়েছে,” বলেন ওঝা।
“সব ধরনের বোলারের বিপক্ষে ও নিয়মিত বড় ইনিংস খেলছে। আমার মতে, টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার জন্য ও পুরোপুরি তৈরি। বিসিসিআই চাইলে ওকে বিশ্বকাপ স্কোয়াডেও রাখতে পারে। সুযোগ পেলে ও আরও এগোবে—এ নিয়ে আমি শতভাগ নিশ্চিত।”
ডাবল সেঞ্চুরির খুব কাছেই ছিল বৈভব
ইউএইয়ের বিপক্ষে ম্যাচে বৈভব চাইলে ডাবল সেঞ্চুরিও করতে পারতেন বলে মনে করেন তার কোচ।
“ও যেভাবে ব্যাট করছিল, আমি তো ডাবল সেঞ্চুরিই দেখছিলাম। আরও ১০-১৫ বল খেলতে পারলে ২০০ হয়ে যেত,” বলেন ওঝা।
“তবু যেটা করেছে সেটাও অসাধারণ। তবে সেরার কোনো সীমা নেই—প্রতিটি ধাপে নিজেকে আরও ভালো করতে হবে।”
ক্রিকেট ইতিহাসে মাত্র হাতে গোনা কয়েকজন ক্রিকেটার ১৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন—হাসান রাজা, মিত ভাভসার ও জর্জ সেসাই তাদের মধ্যে অন্যতম।
এদিকে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যর্থ ছিলেন বৈভব। সেই ম্যাচে তিনি আউট হন মাত্র ৫ রানে। তবুও, পুরো টুর্নামেন্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
