ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শেষ হতেই আধ্যাত্মিক সফরে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। বৃন্দাবনে গিয়ে তারা আশীর্বাদ নেন প্রেমানন্দ জি মহারাজের কাছ থেকে। প্রার্থনায় মগ্ন এই দম্পতির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আধ্যাত্মিকতা ও মাইন্ডফুলনেস যে তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ—এ কথা আগেও খোলাখুলি বলেছেন কোহলি-অনুষ্কা। বৃন্দাবনে এই সফর আবারও দেখাল, জনজীবনের বাইরে তারা কোন মূল্যবোধে ভরসা রাখেন। বর্তমানে তারা সন্তানদের নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।

দেখুন: বৃন্দাবনে প্রেমানন্দ জি মহারাজের কাছে কোহলি-অনুষ্কার প্রণাম

সম্প্রতি বৃন্দাবনে গিয়ে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জির সঙ্গে সাক্ষাৎ করেন কোহলি-অনুষ্কা। তাঁর আশ্রম শ্রী হিত রাধা কেলি কুঞ্জ (বরাহ ঘাট)-এ ব্যক্তিগত এক আধ্যাত্মিক আলোচনায় অংশ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শান্তভাবে বসে মহারাজের বাণী শোনেন তারা। বিনয়ী ভঙ্গিতে কথা বলেন, সাধারণ পোশাকে নিজেকে আড়ালেই রাখেন পুরো সময়জুড়ে।

চলতি বছরে এটি তাদের তৃতীয় বৃন্দাবন সফর। জানুয়ারি ও মে মাসেও তারা সেখানে গিয়েছিলেন—এর মধ্যে একবার সন্তানদের সঙ্গেও। দৃশ্যগুলো তাদের সঙ্গে বৃন্দাবনের গভীর আধ্যাত্মিক যোগসূত্রই তুলে ধরে।

“বিনম্র থাকুন”—কোহলি-অনুষ্কাকে প্রেমানন্দ মহারাজের উপদেশ

ভজন মার্গের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আশ্রমে ব্যক্তিগত আলোচনায় বসেছেন কোহলি-অনুষ্কা।

এ সময় প্রেমানন্দ মহারাজ তাদের বলেন, পেশাগত কাজকে ঈশ্বরের সেবা হিসেবে দেখার কথা। তিনি সততা, গাম্ভীর্য ও বিনয়ের সঙ্গে জীবনযাপনের পাশাপাশি নিয়মিত প্রার্থনায় যুক্ত থাকার পরামর্শ দেন।

“আপনার কাজকে ভগবানের সেবা হিসেবে ভাবুন। গাম্ভীর্য রাখুন। বিনম্র থাকুন। আর মন দিয়ে নাম জপ করুন,”—দম্পতিকে বলেন প্রেমানন্দ মহারাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ফিরছেন বিরাট কোহলি

ক্রিকেটের ময়দানে ফিরতি প্রস্তুতিও নিচ্ছেন বিরাট কোহলি। ১১ জানুয়ারি ভাদোদরায় শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারের সিরিজে দারুণ ফর্মে ছিলেন কোহলি। তিন ইনিংসে ৩০২ রান, গড় ১৫১—স্কোর ছিল ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫। এই পারফরম্যান্সে তিনি হন প্লেয়ার অব দ্য সিরিজ, আর আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে উঠে যান দ্বিতীয় স্থানে, রোহিত শর্মার ঠিক পেছনে।

কোহলি ও রোহিত—দুজনেই সীমিত ওভারের ক্রিকেটে সক্রিয় থাকায় প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিশেষ করে ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

 

news