শুক্রবার, ১৯ ডিসেম্বর, শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর জন্য শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। ঘোষণার সঙ্গেই এসেছে বড় চমক—দাসুন শানাকা ফিরলেন অধিনায়ক হিসেবে, আর বাজে ফর্মের কারণে চারিথ আসালঙ্কার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে শ্রীলঙ্কা দল পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে প্রস্তুতির অংশ হিসেবে। উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছিল লঙ্কানরা, যা বোর্ডকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চারিথ আসালঙ্কার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন দাসুন শানাকা। নিরাপত্তাজনিত কারণে আসালঙ্কা মাঝপথে পাকিস্তান ছাড়লে দায়িত্ব পান শানাকা।
নতুন প্রধান নির্বাচক প্রমোদ্যা বিক্রমাসিংহে নিশ্চিত করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, পাকিস্তান সিরিজ এবং ইংল্যান্ড সিরিজ—সবকটিতেই অধিনায়ক থাকবেন শানাকা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে, ফলে লঙ্কানরা খেলবে নিজেদের মাঠে।
চারিথ আসালঙ্কার নেতৃত্বে ব্যর্থ শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে আসালঙ্কার সময়টা একেবারেই ভালো যায়নি। এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সব ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিপক্ষেও একটি ম্যাচ হারতে হয়েছে তাদের।
এই ধারাবাহিক ব্যর্থতার পরই আবার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক দাসুন শানাকাকে, যিনি ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তার অধীনেই শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছিল। শানাকার পর ২০২৪ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
যদিও অধিনায়কত্ব হারিয়েছেন, তবুও চারিথ আসালঙ্কা প্রাথমিক স্কোয়াডে রয়েছেন এবং চূড়ান্ত ১৫ জনের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও প্রবল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড
দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশন ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, পাভান রথনায়েকে, সাহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মিলান রথনায়েকে, নুয়ান থুশারা, এশান মালিঙ্গা, দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশানকা, মহিশ থিকশানা, দুশান হেমান্থা, বিজয়কান্ত ভিয়াসকান্ত, ট্রাভিন ম্যাথিউ।
