বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার মাত্র একদিন আগে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি নিয়ে বড় ধরনের পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটি পরিচালনায় অক্ষমতা দেখানোর পর, পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল ক্রিকেট বোর্ড।

প্রথমে খবর ছিল, দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস হবেন চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ। কিন্তু শেষ মুহূর্তে সব বদলে গেল! এবার দলটির হেড কোচের দায়িত্ব পেলেন মিজানুর রহমান বাবুল। তিনিই গত মৌসুমে ফরচুন বরিশালকে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতিয়েছিলেন। আর দলের ম্যানেজার হিসাবে যোগ দিচ্ছেন নাফীস ইকবাল।

চট্টগ্রাম দলের টিম ডিরেক্টর হবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।

উল্লেখ্য, 'ট্রায়াঙ্গুল সার্ভিসেস' নামের একটি প্রতিষ্ঠানের কাছে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব দিয়েছিল বিসিবি। কিন্তু শুরু থেকেই আর্থিক জটিলতায় জড়িয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। পারিশ্রমিক না পাওয়ায় বহু বিদেশি খেলোয়াড় দলে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি বিসিবির কাছে জমা দেয়ার মতো ব্যাংক গ্যারান্টির টাকাও দিতে পারেনি তারা। বিপিএল নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের ২৫ শতাংশ অগ্রিম দেওয়া বাধ্যতামূলক, যা দিতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি।

তবে এখন বিসিবি সরাসরি হস্তক্ষেপ করার পর মালিকানাজনিত সব সমস্যা সমাধানের পথে আছে বলে জানা গেছে। পাশাপাশি, ভালো মানের বিদেশি খেলোয়াড় দলে আনার চেষ্টাও করবে ক্রিকেট বোর্ড।

 

news