বিগ ব্যাশ লিগ ২০২৫-২৬ আসরে ভয় ধরানো এক মুহূর্তের সাক্ষী হলেন দর্শকরা। হোবার্ট হারিকেন্সের অলরাউন্ডার নিকিল চৌধুরী ক্যাচ ধরতে গিয়ে মারাত্মকভাবে চোট পান এবং স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন। ঘটনাটি ঘটে সোমবার, ২৯ ডিসেম্বর, হোবার্টের বেলারিভ ওভালে হোবার্ট হারিকেন্স ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে।
ব্যাট ফ্লিপ জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স। অ্যাশেজ টেস্ট স্কোয়াড থেকে সাময়িকভাবে ছাড়া পেয়ে দলে ফেরেন অলরাউন্ডার বো ওয়েবস্টার। চোটের কারণে একাদশে জায়গা পান ম্যাথিউ ওয়েড ও হুগো বারডনও।
ভিডিও: BBL ম্যাচে বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে চোটে লুটিয়ে পড়েন নিকিল চৌধুরী
মেলবোর্ন রেনেগেডসের ইনিংসের নবম ওভারে বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান নিকিল চৌধুরী। রিশাদ হোসেনের বলে অলিভার পিক বড় শট মারলে বলটি ডিপের দিকে যায়।
লং-অন থেকে দৌড়ে এসে বাউন্ডারি লাইনের কাছে লাফিয়ে ওভারহেড ক্যাচ ধরার চেষ্টা করেন চৌধুরী। বল হাতে লেগে গেলেও নিয়ন্ত্রণে রাখতে না পেরে সেটি ছক্কা হয়ে যায়।
লাফিয়ে নামার সময় ডান কাঁধের ওপর খুব খারাপভাবে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই কাঁধ চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন, যা দেখে বোঝা যায় চোটটি গুরুতর।
ফিজিওরা দ্রুত মাঠে এসে তার চিকিৎসা শুরু করেন। ডান হাত নড়াতে না পারায় কয়েক মিনিট পর তাকে সহায়তা করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং বিস্তারিত পরীক্ষার জন্য ড্রেসিংরুমে পাঠানো হয়। এই চোট হোবার্ট হারিকেন্সের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিকিল চৌধুরীর চোটে দুশ্চিন্তায় হোবার্ট হারিকেন্স
আগেই টিম ডেভিড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার ওপর নিকিল চৌধুরীর এই চোট হারিকেন্স শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন চৌধুরী, তাই দল চাইছে তিনি যেন ম্যাচে আবার কোনোভাবে অবদান রাখতে পারেন।
আশার কথা, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়নি। যদি চোটটি ‘এক্সটারনাল ইনজুরি’ হিসেবে ধরা হয়, তাহলে মাঠের বাইরে থাকার সময়সীমা সত্ত্বেও তিনি ব্যাটিং অর্ডারের যেকোনো জায়গায় নামতে পারবেন। নাহলে তাকে সাত নম্বর বা তার নিচে ব্যাট করতে হবে।
মাঠের খেলায় অবশ্য দারুণ বোলিং করে হারিকেন্স। প্রথম ১০ ওভারে ১০১ রান দিলেও শেষ ১০ ওভারে মাত্র ৬১ রান দেয় তারা। রেনেগেডসের ব্যাটাররা ভালো শুরু পেলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
প্লেয়িং একাদশ
হোবার্ট হারিকেন্স: মিচেল ওউন, টিম ওয়ার্ড, বো ওয়েবস্টার, বেন ম্যাকডারমট, নিকিল চৌধুরী, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), রেহান আহমেদ, ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ
মেলবোর্ন রেনেগেডস: জশ ব্রাউন, টিম সাইফার্ট, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অলিভার পিক, হাসান খান, উইল সাদারল্যান্ড (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, গুরিন্দর সান্ধু, অ্যাডাম জাম্পা, জেসন বেহরেনডর্ফ
