বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। শোক ও শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার ভোর বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হয়। এরপর ২০ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে শপথ নিয়ে দেশের প্রথম এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া।
পরবর্তীতে তিনি ১৯৯৬ সালে দ্বিতীয়বার এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করে তামিম লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
আজ বিপিএলে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। দুপুর ১টায় সিলেট ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচ এবং সন্ধ্যায় হাইভোল্টেজ লড়াইয়ে ঢাকা ও রংপুরের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শোকের কারণে দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে।
